Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে ইইউ

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জুলাইতে ব্রেক্সিট এসে ইউরোপীয় ইউনিয়নে একটি ঐতিহাসিক ধাক্কা দিয়ে গেল, নভেম্বরে আসলেন ডোনাল্ড ট্রাম্প, ৩০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন হিলারিকে টেক্কা দিয়ে ব্যবসায়ী থেকে হয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ডিসেম্বরে সংবিধান সংশোধনের ব্যাপারে অনুষ্ঠিত গণভোটে পরাজয়ের পর পদত্যাগ করেছেন ইতালির তরুণ নেতা মাত্তিও রেনজি। ইতালির সিনেটের ক্ষমতা কমিয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংবিধান সংশোধন করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী রেনজি। তিনি বলেছিলেন, তার পরিকল্পনা সফল হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু দেশের জনগণ তার উল্টোটা ভেবেছেন। ভোটার জরিপের ফলাফল ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ডলারের বিপরীতে ইউরোর দাম কমে গেছে। গণভোটের আগে, ইতালীয় অর্থবাজারের এক জরিপে দেখা গিয়েছে, গণভোটে না জিতলে, ইতালির ইউরো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দাঁড়াবে নাকি ২০ শতাংশে। এখন ইতালির ভাগ্য চলে যাওয়ার সম্ভাবনা ডানপন্থী পপুলিস্ট পাটি ফাইভ স্টার মুভমেন্টের হাতে, তার নেতা সাবেক কমোডিয়ান বেপে গ্রিলো। এই দলটি ইতালির ইউরো জোন থেকে বের হওয়ার জন্য আন্দোলন করছে। বৈদেশিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, গ্রিলো ক্ষমতায় আসলে তিনি ইউরো থেকে বের হওয়ার জন্য গণভোটের আয়োজন করবেন ও ইতালিয়ান মুদ্রা লিরাতে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ফ্রান্সে আসন্ন নির্বাচনে মূলধারার রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়েছেন আরেক ডানপন্থী সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলন। নেদারল্যান্ডে এগিয়ে আছেন কট্টর মুসলিম ও অভিবাসন-বিরোধী রাজনীতিক গ্রিট উইল্ডার্স। মুক্ত দুনিয়ার শেষ বাতিঘর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের মেয়াদও শেষ। গণভোটো না জয়ী হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে ইতালির বের হয়ে যাওয়ার সম্ভাবনা এখন তীব্র। ইউরোপিয় ঐক্যের অংশীদার ইতালি যদি ইইউ থেকে বের হয়ে যায় তাহলে ইইউ পতাকার অস্তিত্ব তীব্র সঙ্কটে পড়বে। ইউরোপিয়ান স্বপ্নের শেষ হতে পারে ইতালির বের হয়ে যাওয়ার মধ্যদিয়ে, ভেঙে যাবে ইউরোপের অর্থনৈতিক শৃঙ্খলা। সূত্র : সিএনএন, পলিটিকো, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ