Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ব্যাপারে স্বচ্ছ নীতি ঘোষণা করুন

ট্রাম্পের প্রতি নরওয়ের আহ্বান

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যত দ্রুত সম্ভব রাশিয়ার বিষয়ে একটি পরিষ্কার ও অনুমানযোগ্য নীতি ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে নরওয়ে। ক্যালিফোর্নিয়ায় বার্ষিক রিগ্যান ন্যাশনাল ডিফেন্স ফোরামের আগে বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানিয়েছেন নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ইনা মারিয়া এরিকসন সোদাইদা। আর্কটিক অঞ্চলে (উত্তর মেরু) রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতায় উদ্বিগ্ন হয়ে উঠছে নরওয়ে, এর প্রেক্ষিতেই গত শুক্রবার ট্রাম্পের প্রতি ওই আহ্বান জানিয়েছে নরওয়ে। সোদাইদা বলেন, এখন আমাদের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো রাশিয়া বিষয়ে একইসঙ্গে অনুমানযোগ্য ও অত্যন্ত পরিষ্কার একটি নীতি থাকা।
নতুন প্রশাসন (যুক্তরাষ্ট্রের) যত তাড়াতাড়ি এ বিষয়ে একটি পরিষ্কার নীতি নিতে পারবে ততই মঙ্গল, ইউরোপের নিরাপত্তার জন্যও একথা প্রযোজ্য। নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সুলবার্গ বৃহস্পতিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তিনি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক মনোভঙ্গির বিষয়ে যুক্তরাষ্ট্রের নেটো মিত্র ও ইউরোপের উদ্বেগের বিষয়টি ট্রাম্পের কাছে তুলে ধরেছেন বলে জানান সোদাইদা। এর জবাবে ট্রাম্প নেটো মিত্র ও যৌথ নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়ে সুলাবর্গকে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কথা বলেছিলেন। মিত্র দেশগুলো তাদের প্রতিরক্ষায় খুব কম ব্যয় করা সত্ত্বেও তাদের রক্ষা করা যুক্তরাষ্ট্রের উচিত হবে কিনা এ প্রশ্নও তোলেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্র নেটোতে তহবিল দেয়া বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ