Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টেডিয়ামে হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে আইসিসিকে চিঠি দেবে পাকিস্তান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:১২ পিএম

গতকাল পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার এশিয়া কাপের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দুই দলের মধ্যকার সংঘর্ষকে বেদনাদায়ক ও অগ্রহনযোগ্য বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একই সাথে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে।

গতকালের সংঘর্ষের ঘটনায় ঘটনা নিয়ে আজ গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বলেন, ক্রিকেট মাঠে এ ধরনের গুন্ডামিকে আমরা কখনোই প্রশয় দিতে পারি না। সংঘর্ষের যে সব ফুটেজ আমরা দেখেছি তা সত্যি ভয়াবহ।আমার আইসিসিকে চিঠি লিখব যাতে তারা এর বিরুদ্ধে সোচ্চার হয় ও যতদূর ব্যবস্থা নেওয়া সম্ভব ততদূর করে।

তিনি আরো বলেন এটি [আফগানিস্তান-পাকিস্তান খেলার পরে দর্শকদের ঝামেলা] প্রথমবার ঘটেনি। জয়-পরাজয় খেলার একটি অংশ। কিন্তু আবেগকে নিয়ন্ত্রণে না রেখে তারা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ফেলেছিল। এতে বড় ধরনের বিপদ হতে পারত। যতক্ষণ না ফলাফল মেনে নিতে পারছেন,ততক্ষণ আপনি ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আপনি বড় হতে পারবেন না এবং এগিয়ে যেতে পারবেন না।

আফগানিস্তানের বোলার ফরিদ আহমদের সঙ্গে তো পাকিস্তানের আসিফ আলীর মারামারি প্রায় লেগেই যাচ্ছিল। কিন্তু আম্পায়ারের হস্তক্ষেপে যদিও মাঠের পরিস্থিতি শান্ত হয়। খেলার এক পর্যায়ে শেষ ওভারে ১ উইকেট হাতে নিয়ে ১১ রান করতে হতো পাকিস্তানিদের। সেই মুহূর্তে নিজেদের জয় প্রায় ধরেই নিয়েছিল আফগানিস্তান।

উল্লেখ্য গতকালের ম্যাচে আফগানিস্তানের বোলার ফরিদ আহমদের সঙ্গে তো পাকিস্তানের আসিফ আলীর মারামারি প্রায় লেগেই যাচ্ছিল। কিন্তু আম্পায়ারের হস্তক্ষেপে যদিও মাঠের পরিস্থিতি শান্ত হয়। খেলার এক পর্যায়ে শেষ ওভারে ১ উইকেট হাতে নিয়ে ১১ রান করতে হতো পাকিস্তানিদের। সেই মুহূর্তে নিজেদের জয় প্রায় ধরেই নিয়েছিল আফগানিস্তান।

তবে শেষ ওভারের প্রথম দুই বলে টানা ২ ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। বিষয়টি সহজভাবে নিতে পারেনি মাঠে উপস্থিত আফগানরা। মেজাজ হারিয়ে মাঠে উপস্থিত পাকিস্তানি দর্শকদের মারতে থাকে তারা।

শারজাহর গ্যালারির চেয়ার তুলে নিয়ে পাকিস্তানি দর্শকদের দিকে ছুড়ে মারতে দেখা যায় তাদের। এমনই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় আফগান দর্শকদের ছুড়ে মারা চেয়ার শরীরে আঘাত হানছে পাকিস্তানিদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ