Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২১২

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪১ পিএম | আপডেট : ৯:৪৩ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২২


এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে জ্বলে উঠলেন ভারতের বিরাট কোহলি। দল ব্যর্থ হলেও বিরাট কোহলি রানে ফিরলেন। আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি।

কোহলির সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারে ২ উইকেটে ২১২ রান সংগ্রহ করেছে ভারত। যা এবারের এশিয়া কাপের সর্বোচ্চ রানের ইনিংস। 

তবে আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্টে তার ৭০টি সেঞ্চুরি আছে। সব মিলে প্রায় তিন বছর পর সেঞ্চুরি পেলেন তিনি।

ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়রের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫৩ বলে ১১টি বাউন্ডারি ও চারটি ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।

এশিয়া কাপে দল ব্যর্থ হলেও বিরাট কোহলি রানে ফিরলেন। আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। টস হেরে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়রের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫৩ বলে ১১টি বাউন্ডারি ও চারটি ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।

শেষ পর্যন্ত ৬১ বলে ১২টি বাউন্ডারি ও ৬টি ছক্কায় ১২২ রান করে অপরাজিত থাকেন কোহলি। নঋষভ পান্ত ২০ রান করে অপরাজিত থাকেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ