Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় স্কোয়াশে শহীদ-ফাতুম চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৩ পিএম

উর্মি গ্রুপ জাতীয় স্কোয়াশ টুর্নামেন্টের উন্মক্ত পুরুষ বিভাগে মো. শহীদ ও নারী বিভাগে শ্রীলঙ্কান ফাতুম ঈসাদিন চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার রাতে গুলশান ক্লাব স্কোয়াশ কোর্টে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া অনূর্ধ্ব-১৭ কিশোর বিভাগে বিকেএসপির সাইমন, অনূর্ধ্ব-১৩ বালক বিভাগে একই দলের দূর্জয় এবং বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন হয় নির্ঝর ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের নাবিলা। দলগতভাবে পুরুষ বিভাগে বিকেএসপি এবং নারী বিভাগে নির্ঝর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সহ-সভাপতি মেজর (অব.) তানিম হাসান। এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল হাসান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ