Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কানাডায় ১০ জনকে খুন করা দ্বিতীয় আততায়ীর লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৩ পিএম

কানাডায় ছুরি চালিয়ে ১০ জনকে খুন করা আততায়ীরা সকলেই মৃত, জানিয়ে দিল কানাডার পুলিশ। বুধবার মৃত অবস্থায় উদ্ধার করা হয় আততায়ী মাইলস স্যান্ডারসনকে। তার সারা গায়ে আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় পুলিশের তরফে বলা হয়েছে, এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমাদের প্রদেশ।

স্থানীয় পুলিশের তরফে জানা হয়েছে, একটি গাড়ি চুরি করে পালাচ্ছিল মাইলস। পুলিশের কাছে খবর যায়, ছুরি হাতে এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরেই গাড়িটিকে তাড়া করতে থাকে তারা। অবশেষে একটি দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়িটি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাইলসকে। সমস্ত চেষ্টা সত্বেও মৃত্যু হয় তার। মাইলসের সারা গায়ে প্রচুর আঘাতের চিহ্ন ছিল বলেই জানিয়েছে পুলিশ।

মাইলসের মৃত্যুতে স্বস্তি পেয়েছে স্যাসকাচুয়ান প্রদেশের সাধারণ মানুষ। কিন্তু দুই আততায়ীর মৃত্যুর ফলে তদন্ত করতে অসুবিধা হবে বলেই মত স্থানীয় পুলিশের। কেন হঠাৎ এইভাবে সাধারণ মানুষের উপরে হামলা চালানো হল, হামলার পিছনে কার মদত ছিল-সমস্ত প্রশ্নের উত্তর অধরা রয়ে যাবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, ৬০টি মামলায় দোষী প্রমাণিত হয়েছিল মাইলস। চার বছরেরও বেশি সময় ধরে জেল খাটার পরে গত ফেব্রুয়ারি মাসে প্যারোলে মুক্তি পেয়েছিল সে। প্রশ্ন উঠছে, এমন কুখ্যাত আসামিকে কেন জনবহুল রাস্তায় ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া হল?

গত রবিবার মাইলস এবং ড্যামিয়েন স্যান্ডারসন নামে দুই ভাই ভয়ানক হত্যালীলা চালায় কানাডার স্যাসকাচুয়ান প্রদেশে। এই ঘটনায় মৃত্যু হয় দশ জনের। আহত হন ১৮ জন। এই ঘটনার পরে অন্তত দু’দিন ধরে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল দুই ভাই। অবশেষে মঙ্গলবার ড্যামিয়েনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার গায়েও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ভাই মাইলসের হাতেই খুন হয়েছে ড্যামিয়েন। তবে দুই আততায়ীর মৃত্যুর খবরে শান্তি পেয়েছেন হামলায় নিহতদের পরিজনরা। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ