Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনকে দেয়া মার্কিন সহায়তার পরিমাণ দাঁড়াচ্ছে সাড়ে ১৩ বিলিয়ন ডলারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৭ পিএম

ইউক্রেন এবং রাশিয়ান আক্রমণের ঝুঁকির মুখে থাকা অন্যান্য ১৮টি দেশকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তার জন্য আরও ২০০ কোটি ডলার দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সময় এ ঘোষণা দিয়েছেন।

আলাদাভাবে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের জন্য আরও ৬৭ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছেন, প্রতিরক্ষা সচিব লয়েড জে. অস্টিন বলেছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষা এবং রাশিয়ার কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধার করার প্রচেষ্টাকে শক্তিশালী করতে চায়।

এর ফলে ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনকে দেয়া সম্মিলিত সাহায্যের পরিমাণ দাঁড়াচ্ছে মোট ১ হাজর ৩৫০ কোটি ডলার। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্লিঙ্কেনের সফর ছিল রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর থেকে তার দ্বিতীয় সফর। স্টেট ডিপার্টমেন্ট নিরাপত্তার কারণে তার ভ্রমণের কথা আগে থেকে প্রকাশ করেনি।

প্রতিরক্ষা সচিব অস্টিন ইউক্রেন কন্টাক্ট গ্রুপের একটি মাসিক সমাবেশে মিত্র প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে দেখা করার সময় ব্লিঙ্কেন এ সফরে গেলেন, যার লক্ষ্য ইউক্রেনে সামরিক সহায়তার প্রবাহকে সমন্বয় করা। তবে সামরিক বিশেষজ্ঞরা যুক্তি দেন যে, সাহায্য এখন পর্যন্ত অপর্যাপ্ত। পশ্চিমা সরঞ্জামের আগমন, বিশেষ করে দীর্ঘ-পাল্লার হিমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে খুব একটা সুবিধা দিতে পারছে না। সূত্র: নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ