Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মাদরাসায় অভিযান : করণীয় নির্ধারণে মুহতামিমদের নিয়ে বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতা নেয়ার পরই নানা সঙ্কটের মুখোমুখি দেশটির মুসলিমরা। তারই ধারাবাহিকতায় নির্বিঘেœ নেই সেখানকার মাদরাসাগুলো; বরং নানা অজুহাতে এখন পর্যন্ত বেশ কিছু মাদরাসা বন্ধ করে দেয়া হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে বিভিন্ন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানে। ভারতের উত্তর প্রদেশের মাদরাসাগুলোর ওপর একটি জরিপ চালানোরও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরূপ নানা হয়রানি বন্ধে মাদরাসা কর্তৃপক্ষের করণীয় কী- তা নির্ধারণে মুহতামিমদের নিয়ে একটি বৈঠক করেছে জমিয়তে ওলামায়ে হিন্দ। এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে দারুল উলুম দেওবন্দে একটি বৈঠক ডাকা হয়েছে। তাতে উপস্থিত প্রতিনিধিরা সঙ্কট নিরসনে একটি কর্মকৌশল নির্ধারণ করবেন। সংগঠনটির নয়াদিল্লির সদর দফতরে ‘মাদরাসার নিরাপত্তা’ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ), নদওয়াতুল ওলামা লখনৌ, মাজাহিরুল উলুম সাহারানপুরসহ উত্তর প্রদেশের দুই শতাধিক মাদারসার মুহতামিম ও প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বৈঠকে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো- সর্বপ্রথম এ বিষয় সমাধানে সরকারের সাথে আলোচনা করা হবে। দ্বিতীয়ত, জরিপকালে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যারা রয়েছেন, তারা হলেন- মাওলানা আরশাদ মাদানি, মাওলানা মাহমুদ মাদানি, মাওলানা নেয়াজ আহমাদ ফারুকি ও দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানিসহ মোট ১২ আলেম। এই কমিটি মাদরাসা সম্পর্কিত সকল বিষয় দেখবে। তৃতীয়ত, মাদরাসাগুলো দেশের অন্যতম স্তম্ভ, কোনো বোঝা নয়। দেশের স্বাধীনতা থেকে নিয়ে মাদরাসার অবদান আজ পর্যন্ত সমান গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে জমিয়তের একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘এ দেশে মাদরাসার অবদান অনেক। ইটিভি ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ