Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিজাত এলাকায় নেই খাবার পানি-বিদ্যুৎ বেঙ্গালুরুতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু। শহরের প্রায় সব রাস্তাই এখন নদী। বন্যার কারণে বেঙ্গালুরুর একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পানির পাম্প ডুবে যাওয়ায় শহরের কিছু কিছু এলাকায় খাবার পানি সরবরাহ করা যাচ্ছে না। এ সংকট ক্রমেই তীব্র হচ্ছে। খাবার পানি ও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে রয়েছেন অভিজাত এলাকার বাসিন্দারাও। বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বন্যাবিধ্বস্ত বেঙ্গালুরুর পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত তিন দিন ধরে কার্যত ভাসছে তথ্যপ্রযুক্তি নগরী। বেহাল যাতায়াত ব্যবস্থা। এমনকি রাস্তায় নৌকাও নামাতে দেখা গেছে। কেউ আবার কোমর পানিতে ট্রাক্টরে চেপে কর্মক্ষেত্রে যাচ্ছেন। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সেখানকার স্বাভাবিক জনজীবন। শহরের সব থেকে অভিজাত আবাসিক এলাকা এপসিলন। যেখানে এক একর জমির দাম ৮০ কোটি টাকা। একটি ফ্ল্যাটের দাম ২০ থেকে ৩০ কোটি টাকা। বন্যার পানি এই এলাকাতেও প্রবেশ করেছে। সেখানেও নেই পানি ও বিদ্যুৎ। বিলিয়নিয়ারও কার্যত পানিবন্দি। তাদেরও যাতায়াত করতে হচ্ছে নৌকায়। দেশটির কাবেরি নদী থেকে পানি তুলে কর্ণাটকের মাÐা এলাকায় যে পাম্পিং স্টেশনে পরিশোধিত করা হয়, সেটিও এখন পানির নিচে। ফলে বন্যাকবলিত প্রায় ৫০টি এলাকায় দুইদিন খাবার পানি সরবরাহ বন্ধ। বন্যায় মহাদেবপুরা, মারাঠাল্লি, ইয়েমালুর, বেলান্দুর, সারজাপুর, বেঙ্গালুরুর দক্ষিণ-পূর্ব দিকের এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তির প্রায় ৭০ ভাগ অফিস ইয়েমালুরে। বড় বড় টেকনোলজি পার্ক তৈরি হয়েছে সেখানে। বন্যায় সেখানকার অনেক অফিসের বেসমেন্টসহ একতলা পানির নিচে। টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ