মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুইজারল্যান্ডে নারীরা পুরুষদের তুলনায় ৪৩ শতাংশ কম আয় করেন এবং তারা অবসর ভাতাও কম পান। লিঙ্গ ভিত্তিক মজুরি ব্যবধান নিয়ে তৈরি একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ড সরকার প্রতিবেদনটি গ্রহণ করেছে। বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে নারীদের একটি বড় অংশ ফুল-টাইম নয় বরং পার্ট-টাইম কাজ করেন। এর আগে ২০১৯ সালে সরকার পরিচালিত জেন্ডার ওভারঅল আর্নিংস গ্যাপ (জিওইজি) গবেষণায় দেখা গেছে, ইউরোপের প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের অবস্থা তুলনামূলক খারাপ। দেশটির জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর থেকে বলা হয়, ‘‘২০১৮ সালে সুইজারল্যান্ডে জিওইজি ছিল ৪৩ দশমিক ২ শতাংশ। এর অর্থ, পুরো কর্মঘণ্টায় ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে পুরুষদের তুলনায় নারীরা ৪৩ দশমিক ২ শতাংশ আয় কম করে।” এছাড়া, ২০২০ সালে লিঙ্গ ভিত্তিতে অবসর ভাতা পাওয়ার মধ্যে ৩৪ দশমিক ৬ শতাংশ ব্যবধান ছিল। সুইজারল্যান্ডে একজন নারী গড়ে ৩৫ হাজার ৮৪০ সুইস ফ্রাংক অবসর ভাতা পান। পুরুষরা তাদের তুলনায় ১৮ হাজার ৯২৪ সুইস ফ্রাংক বেশি অবসর ভাতা পান। এটি কর্মসংস্থানে অংশগ্রহণের পার্থক্য, পরিবার ও জীবন মডেলের প্রভাব এবং সময়ের সঙ্গে সঙ্গে নারী ও পুরুষের মধ্যে মজুরি ব্যবধানকে প্রতিফলিত করে। ফাইন্যান্সিয়াল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।