Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কানাডা থেকে লন্ডনে এসে খুন প্রেমিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

প্রেমের টানে কানাডা থেকে ব্রিটেনে ছুটে এসেছিলেন ১৯ বছরের অ্যাশলি ওয়াডসওর্থ। কিন্তু সেই প্রেমই তার জীবন কেড়ে নিলো। ব্রিটেনের রাজধানী লন্ডনে প্রেমিক জ্যাক সেপলের সঙ্গে থাকতেন অ্যাশলি। কিন্তু মাত্র তিন মাসের মাথায় প্রেমিকের হাতে খুন হন ২৩ বছরের জ্যাক এসেক্সের বাসিন্দা। তিনি তার প্রেমিকাকে হত্যার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি ডেটিং অ্যাপ-এ তাদের পরিচয় হয়। অ্যাশলি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বাসিন্দা। প্রেম হওয়ার পর তিনি কানাডা থেকে ব্রিটেনে চলে আসেন। গত ১লা ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়। পুলিশের কাছে বিকাল ৪টার দিকে একটি ফোন আসলে তারা ঘটনাস্থলে গিয়ে অ্যাশলিকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে ভর্তি করা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তে জানা যায়, তার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। আদালতে নিজেকে দোষী হিসেবে স্বীকার করে নেন জ্যাক। এরপর রায়ে বিচারক ক্রিস্টোফার মরগান বলেন, আপনি যে অপরাধ করেছেন তার একমাত্র সাজা হতে পারে যাবজ্জীবন কারাদÐ। স্কাই নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ