Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যামেরুনের বাসে হামলায় নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে প্রকাশ্যে গুলির ঘটনায় কমপক্ষে ৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এ হামলার পরে বিদ্রোহীদের ধরতে বহুসংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা বলছেন, মঙ্গলবারের হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিওতে, সামরিক পোষাকে থাকা পুরুষরা বলেছেন, তারা বাস থেকে চারটি লাশ সরিয়েছেন। ক্যামেরুনের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ভিডিওটি তার সেনারাই ধারণ করেছে, যারা ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একোনা গ্রামে মঙ্গলবার একটি বাসে বিচ্ছিন্নতাবাদীদের গুলি চালানোর পরে ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, চারজন ঘটনাস্থলেই মারা যায়, এবং দু’জন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রাজধানী বুয়াতে একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। হামলার পর যোদ্ধারা ঝোপঝাড় ও গ্রামে পালিয়ে গেছে। তারা বলছে, বন্দুকধারীদের ধরতে ব্যাপক সৈন্য মোতায়েন করা হয়েছে, তাদের জীবিত কিংবা মৃত যেকোনো অবস্থায় ধরা হবে। অস্টিন ইবাই নামে একজন বাসযাত্রী বুধবার বলেন, মঙ্গলবার সরকারি সৈন্যরা একোনায় আসার পর থেকে সেখানে ব্যাপক গোলাগুলি চলছে। সরকারি সেনা ও বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের লড়াইয়ের তীব্রতা এবং গুলির শব্দের কারণে মঙ্গলবার বিকাল থেকে একোনার বেসামরিক লোকজন তাদের ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ