Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিদায় নিশ্চিত করতে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৫ পিএম | আপডেট : ৭:৫৩ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপের সুপার ফোরে আজ জিতলেই ফাইনালের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আফগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আজ জিতলেই এশিয়া কাপের ফাইনালে। এমন কঠিন সমীকরণ সামনে দাঁড়িয়ে পাকিস্তান মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। হারলেও সুযোগটা থাকবে, সেক্ষেত্রে জিততে হবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। সেক্ষেত্রে দলটিকে মেলাতে হবে সমীকরণও।

অন্যদিকে পাকিস্তান আজ জিতলেই এশিয়া কাপ থেকে ভারতের বিদায় নিশ্চিত হয়ে যাবে। কারণ তাদের শেষ ম্যাচে জিতলেও লাভ হবে না। আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়েই এশিয়া কাপ ফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইবে বাবর আজমরা।

অন্যদিক মঙ্গলবার রাতে ভারতকে হারিয়ে দিয়েই এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ সহজ করে ফেলে শ্রীলঙ্কা। যদিও হিসাব-নিকাশ খানিকটা বাকি এখনও। সেটাও আজ শেষ হয়ে যেতে পারে, যদি আফগানিস্তানকে হারায় পাকিস্তান। অন্যদিকে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে অবশ্যই জিততে হবে আফগানদের। তারা জিতলে সম্ভাবনা টিকে থাকবে ভারতেরও।

গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। টস জিতেছেন তিনি। মোহাম্মদ নবীর আফগানিস্তানকে তিনি পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ