Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরো অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রমে আবারো সঙ্কোচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আগস্টেও চীনের ব্যবসায়িক কার্যক্রমে সংকোচন অব্যাহত রয়েছে। চাহিদা কমে যাওয়ায় এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো অঞ্চলটির ব্যবসায়িক কার্যক্রম নিম্নমুখী রয়েছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কার মধ্যে ব্যয় কমিয়ে দিয়েছেন ভোক্তারা। রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গেøাবালের চ‚ড়ান্ত সামগ্রিক পারচেজিং ম্যানেজারস ইনডেক্সকে (পিএমআই) অর্থনৈতিক স্বাস্থ্যের নির্দেশিকা হিসেবে দেখা হয়। গত মাসে এ সূচক ৪৮ দশমিক ৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়েও পিএমআই ৪৯ দশমিক ৯ পয়েন্টে ছিল। গত মাসের সূচক প্রাথমিক অনুমান ৪৯ দশমিক ২ পয়েন্ট থেকে পিছিয়ে রয়েছে। পিএমআই ৫০ পয়েন্টের ওপরে বৃদ্ধি এবং এর নিচে সংকোচনের চিত্র তুলে ধরে। এসঅ্যান্ডপি গেøাবালের প্রধান ব্যবসায়িক অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, দ্বিতীয় মাসের মতো ইউরো অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রমে অবনতি হয়েছে। এটি তৃতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। গত মাসে উৎপাদন ব্যাপকহারে কমে গিয়েছে। রেকর্ড মূল্যস্ফীতির চাপ এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে প্রতিষ্ঠান ও পরিবারগুলো ব্যয় কমিয়ে দিয়েছে। গত মাসে নতুন ব্যবসায়িক সূচক ৪৬ দশমিক ৯ পয়েন্টে নেমেছে। এটি ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। আগের মাসেও এ সূচক ৪৭ দশমিক ৬ পয়েন্টে ছিল। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ