Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে বাইডেন প্রশাসনের না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাইডেন প্রশাসন বলেছে, আমেরিকার উন্নত প্রযুক্তিপ্রতিষ্ঠান যেগুলো ফেডারেল তহবিল পায়, তারা আগামী ১০ বছর চীনে কারখানা দিতে পারবে না। স্থানীয় সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনার অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়। চীনের ওপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে মার্কিন ব্যবসায়ীরা বেশি বেশি সরকারি সহায়তার জন্য চাপ দিচ্ছেন। কারণ, বিশ্বে এখন মাইক্রোচিপের যে সংকট তাতে তাদের উৎপাদন কমে গেছে। মার্কিন বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো ইউএস চিপস এবং বিজ্ঞান আইন ব্যাখ্যা করে বলেন, যারা ‘চিপস তহবিল’ গ্রহণ করে তাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে। যাতে করে তারা জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করতে না পারেন। সেই বিষয়টা নিশ্চিত করা হবে। তাদের চীনে এই তহবিল বিনিয়োগ করার অনুমতি নেই। উন্নত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ১০ বছর চীনে কারখানা দিতে পারবে না। যে প্রতিষ্ঠানগুলো অর্থ গ্রহণ করে, শুধু সেই প্রতিষ্ঠানের শাখাগুলোকে চীনের বাজারে প্রসারিত করা যাবে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ