মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দলকে নতুন করে সাজাতে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি শুরু করছে ভারতীয় কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে বুধবার তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই কর্মসূচি শুরু হবে। তবে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। কংগ্রেসের দাবি, ‘ভারতকে ঐক্যবদ্ধ’ করার লক্ষ্যে এই পদযাত্রা। ভোটের রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, এটি ভারতীয় রাজনীতির জন্য একটি ‘পরিবর্তনমূলক মুহ‚র্ত’। এ ধরনের কর্মসূচি ‘দলের পুনর্জাগরণ’ তৈরি করবে। স¤প্রতি একের পর এক নির্বাচনে ব্যর্থতার ফলে দৃশ্যত কংগ্রেস কিছুটা ঝিমিয়ে পড়েছে বলে মনে করা হচ্ছিল। তবে এমন পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টায় মরিয়া দলটি। কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ ইতেমধ্যেই দল ছেড়েছেন। নির্বাচনি রাজনীতিতে কংগ্রেসের ব্যর্থতার জন্য রাহুল গান্ধীকে দায়ী করেছেন তিনি। তার পরামর্শ ছিল, ‘ভারত জোড়ো’-এর পরিবর্তে প্রথমে ‘কংগ্রেস জোড়ো’ কর্মসূচি নেওয়া উচিত ছিল। বুধবার থেকে শুরু হতে যাওয়া ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে মোট তিন হাজার ৫৭০ কিলোমিটারের পদযাত্রার নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। এই যাত্রা শেষ হবে কাশ্মিরে। পদযাত্রা চলবে ১৫০ দিন ধরে। এক দল সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাঁটবে। আরেক দল হাঁটবে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত। প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা করে মোট ২২ থেকে ২৩ কিলোমিটার হাঁটবে তারা। এ সময় তারা কোনও হোটেলে রাত কাটাবে না। থাকার জন্য ৬০টি বিশেষ শিপিং কনটেইনারের ব্যবস্থা করা হয়েছে। কিছু কনটেইনারে বিছানা, টয়লেট ও এসির ব্যবস্থা থাকবে। নিরাপত্তার কারণে রাহুল গান্ধী একটিতে থাকবেন। অন্যরা ভাগাভাগি করে থাকবেন। কনটেইনারগুলো প্রতিদিন নতুন জায়গায় পার্ক করা হবে। আগামী পাঁচ মাসের আবহাওয়া পরিস্থিতি মাথায় রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।