মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বুরকিনা ফাসোর উত্তরে রাজধানী অগাদুগু অভিমুখী এক বহরের একটি গাড়িতে বোমা হামলায় অন্তত ৩৫ বেসামরিক নিহত হয়েছে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। উত্তরাঞ্চলীয় শহর দিজিবো ও বুরজাংগার মাঝামাঝি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটিয়ে রক্ষীদলের পাহারায় থাকা গাড়ি বহরটিতে হামলাটি চালানো হয়। এতে আরও ৩৭ জন আহত হন। ২০০৫ সাল থেকে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রাম, সেনা ও পুলিশ ফাঁড়িতে জঙ্গিরা একের পর এক হামলা চালাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। “রক্ষীরা দ্রæতগতিতে ওই এলাকাটি ঘিরে ফেলে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নেয়,” বিবৃতিতে বলেছে দেশটির সামরিক সরকার। বিদেশি বিভিন্ন দেশের সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষীদের উপস্থিতি সত্তে¡ও গত এক দশক ধরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে তাদের অবস্থান আরও শক্ত করেছে। এ সময় তারা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি উদ্বাস্তু করেছে লাখ লাখ মানুষকে। ক্রমবর্ধমান এই জঙ্গি হামলাই জানুয়ারিতে বুরকিনা ফাসোর সাবেক প্রেসিডেন্ট রচ কাবোরের বিরুদ্ধে হওয়া সেনা অভ্যুত্থানের পালে হাওয়া দেয়। এসব সংঘাতে দেশটির প্রতি ১০ জন একজন উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। একের পর এক হামলা ও অগ্নিসংযোগে কৃষিজমি ও খামার নষ্ট হওয়ায় গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতা ২০২১ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।