Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের প্রাপ্ত নথির নিরপেক্ষ পর্যালোচনার অনুমোদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় তার মার-আ-লাগো এস্টেট থেকে জব্দ করা হাজার হাজার পৃষ্ঠা জাতীয় নিরাপত্তা নথি ও অন্যান্য সামগ্রী পর্যালোচনা করার জন্য এবং সেগুলোর মধ্যে কিছু ফেরত দেয়া উচিত কিনা তা নির্ধারণ করতে নিরপেক্ষ বিশেষ মাস্টার নিয়োগ করার অনুরোধের অনুমোদন দিয়েছে। সোমবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ আইলিন ক্যানন বিচার বিভাগের আপত্তির বিষয়ে বিশেষ মাস্টার নিয়োগের অনুমোদন দিয়েছেন। গত সপ্তাহে বিচার বিভাগ ক্যাননকে বলেছিল, তারা ইতোমধ্যেই ৮ আগস্ট ট্রাম্পের সমুদ্রতীরবর্তী শীতকালীন আবাস থেকে পাওয়া আদালত-অনুমোদিত অতি গোপনীয় নথি এবং অন্যান্য কাগজপত্রের পর্যালোচনা সম্পন্ন করেছে। ক্যানন বিচার বিভাগের আইনজীবীদের এবং ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন যে শুক্রবারের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নামের একটি তালিকা দিতে হবে যারা মার-আ-লাগো থেকে জব্দ করা নথিগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে পারে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ