Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাপ্টেন বাবরকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রিজওয়ান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৮ পিএম

এশিয়া কাপে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের দারুণ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যান। দীর্ঘ দিন ধরে এক নম্বরে থাকা তার সতীর্থ বাবর আজম নেমে গেছেন এক ধাপ।

 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। চলতি এশিয়া কাপে হেসেই চলেছে রিজওয়ানের ব্যাট। দুর্দান্ত এই পারফরম্যান্সে এক ধাপ এগিয়েছেন রিজওয়ান। ১৯ রেটিং পয়েন্ট পেয়ে ক্যারিয়ার সেরা ৮১৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি। ফলে ১ হাজার ১৫৫ দিন পর শীর্ষস্থান হারালেন বাবর।

 

এশিয়া কাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি বাবর। ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুইয়ে তিনি। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে এবং অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের প্রথম ওয়ানডের পারফরম্যান্স বিবেচনায় এসেছে এই সপ্তাহের হালনাগাদে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ