Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘের সঙ্গে মায়ের লড়াই!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুরই তুলনা চলে না। মা সবসময় সন্তানের বিপদে নিজের জীবন বিলিয়ে দেন। ঠিক তেমনি নিজের জীবনের মায়া তুচ্ছ করে খালি হাতেই ঝাঁপিয়ে পড়ে বাঘের কবল থেকে নিজের ১৫ মাস বয়সী সন্তানকে ছিনিয়ে এনেছেন এক সাহসী মা।
ঘটনাটি ঘটেঝে ভারতের মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় অভয়ারণ্যে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, মা অর্চনা চৌধুরী (২৫) ছেলেকে নিয়ে জঙ্গলে ঘুরতে যান। ঠিক ওই সময়ই ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। সন্তানকে বাঁচাতে খালি হাতেই বাঘের সঙ্গে লড়াই করেন অর্চনা।

বাঘের সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সামান্য আঘাত পেলেও সঙ্কটমুক্ত তার ছেলে। হাসপাতালের বিছানায় শুয়ে অর্চনা সাংবাদিকদের জানান, তার ছেলেকে তার সামনে থেকে ছিনিয়ে নিয়ে বাঘটি প্রায় পাঁচ মিটার দূরে গিয়ে লাফ দেয়। সেই অবস্থায় খালি হাতেই বাঘটির পিঠ ও মুখে ঘুষি মারতে শুরু করেন।

াতান জানান, তখন ছেলেকে ছেড়ে দিয়ে বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকারে গ্রামবাসীরা দৌড়ে এলে বাঘটি গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায়। বাঘের আক্রমণে অর্চনার তার নাকের হাড় ভেঙে গেছে। পিঠ এবং পেটে গুরুতর আঘাত লেগেছে। সূত্র : ফ্রিপ্রেস জার্নাল, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • jack ৭ সেপ্টেম্বর, ২০২২, ১:২০ পিএম says : 0
    আমাদের দেশের মানুষ আমরা এখন ভীতু হয়ে গিয়েছি ও মুসলিম তোমরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ো অন্যায়-অবিচারের বিরুদ্ধে না হলে আমাদের অবস্থা আরো খারাপ হবে আমাদেরকে এরাতো পায়ের তলে রেখে দিয়েছে এখন আমাদের উচিত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আল্লাহ দ্রোহী সরকারকে উৎখাত করে দেশকে কোরআন দিয়ে শাসন করতে হবে তাহলে আমরা দেশকে ঘুরতে পারবো বলতে পারব বলতে পারব দেশকে উন্নত করতে পারবো কেউ গরিব লোক থাকবে না দেশের সব ধরনের ইন্ডাস্ট্রি হবে কেউ বেকার থাকবে না আমাদের জনগোষ্ঠীকে আমরা বিশেষ প্রশিক্ষণ দিব যাতে বিদেশে যেয়ে তারা প্রচুর ডলার ইনকাম করতে পারে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ