Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে এটাই মাহামুদুল্লাহর সেরা ইনিংস

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১:২২ এএম

বিশেষ সংবাদদাতা : বিপিএলের চলমান আসরে ২টি ফিফটির ২টিই মাহামুদুল্লাহর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। প্রথম দেখায় তার ৪৪ বলে ৬২ রানের ইনিংসে ভর করে ৯ রানে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দিয়েছে খুলনা টাইটান্স, ফিরতি দেখায় সেই মাহামুদুল্লাহর ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসে খুলনা টাইটান্স জিতেছে ৬ উইকেটে। ডু অর ডাই ম্যাচে প্লে অফের ঠিকানা খুঁজে পেয়েছে খুলনা টাইটান্স অধিনায়কের এমন ব্যাটিংয়ে। বিপিএলের চলমান আসরে শেষ ওভার থ্রিলারে ২ বার জিতিয়েছেন দলকে অফ স্পিন বোলিংয়ে। তবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে গতকাল ২৮ বলে ৫ চার ২ ছক্কায় শোভিত ৫০ রানের ইনিংসকেই বিপিএলে নিজের সেরা ইনিংসে গণ্য করছেন খুলনা টাইটান্সের মিডল অর্ডার মাহামুদুল্লাহÑ‘এক পর্যায়ে ৮ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছিলাম। সেখান থেকে পর পর তিন ম্যাচ হেরে কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম। তাই এই ইনিংসটিকেই বলব বিপিএলে আমার সেরা ইনিংস। ব্যাটিং আমি উপভোগ করেছি। আত্মবিশ্বাসী ছিলাম শুরু থেকেই। দলের হয়ে অবদান রাখার প্রয়োজন ছিল। তা করতে পেরে ভালো লাগছে। ’
দলটির ব্যাটিং নিয়ে দুর্ভাবনার কথা শুনিয়েছেন বার বার। ১২০ এর বেশি চেজ করে এই আসরে জেতার অতীত ছিল না খুলনা টাইটান্সের। সেই দলটিই কি না গতকাল ১৫৯ চেজ করে জিতেছে ! তার জন্য নিজের চেয়েও বড় কৃতিত্ব দিয়েছেন খুলনা টাইটান্স অধিনায়ক ওপেনার হাসানুজ্জামানের ১৯ বলে ৩ চার ৩ ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংসকেÑ ‘হাসান শুরুটা আমাদের হয়ে ভালো করছে।  আজকের (গতকাল) ম্যাচটি আমাদের জন্য ফাইনাল ছিল।  হারলে বিদায়। এমন পরিস্থিতি থেকে আমরা ভালো খেলেছি। শেষদিকে আমাদের দুই পেসার  জুনায়েদ ও শফিউল ভালো বোলিং করেছে।’
এমন একটি দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন মাহামুদুল্লাহ, যে দলের সেরা ২ ক্যারিবিয়ান ডুয়াইন ব্রাভো এবং আন্দ্রে রাসেল গতকাল ছিলেন বিশ্রামে। ইনজুরিতে পড়ে আর এক ক্যারিবিয়ান ইভিন লুইসও খেলেননি। তবে সেরাদের বাইরে রেখে প্রতিপক্ষ সাজাবে একাদশ, তা নাকি মাঠে নামার আগে জানতে পারেননি মাহামুদুল্লাহÑ‘ ঢাকা কাদেরকে নিয়ে খেলবে, তা জানতাম না। ওনারা (ঢাকা ডায়নামাইটস) যদি সেরা একাদশ নিয়েও খেলতো, তাহলেও কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেস্টা করতাম।’
পয়েন্ট তালিকায় সবার ওপরে থেকে কোয়ালিফাইয়ার নিশ্চিত করায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেয়াকে দোষের কিছুই দেখছেন না ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজনÑ‘ টাইটান্সকে দুর্বল দল ভাবার কোনো কারণ নেই। দলটিতে রিয়াদের মতো ক্রিকেটার আছে। তাছাড়া আমরা এই নিয়ে খুলনা টাইটান্সের কাছে ২ বারই হারলাম। কোয়ালিফাইয়ারে হেরে গেলেও সুযোগ একটা পাব, তাই ব্রাভো, রাসেলকে রেস্ট দেয়া হয়েছে। ইভিন লুইসকে নিয়ে ঝুঁকি নেইনি। নক আউট ম্যাচে যাতে পূর্ণ শক্তির দল পাই, তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’    
 





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ