Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোর্নমাউথে বিস্মিত লিবারপুল

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১:২১ এএম

স্পোর্টস ডেস্ক : ৭৫ মিনিট পর্যন্তও সব ঠিক ছিল। খর্বশক্তির বোর্নমাউথের বিপক্ষে তাদেরই মাঠে ৩-১ গোলে এগিয়ে ছিল শিরোপা প্রত্যাশি লিভারপুল। অলরেড খ্যাত দলের সমর্থকদের এরপরই বিস্ময়ের ঘোরে ফেলে দেয় বোর্নমাউথ। দুই মিনিটের ব্যবধানে দুই গোলে স্কোর লাইনে সমতা আনেন ফস্টার ও কুক। নাটকের তখনও ঢের বাকি। তিন পয়েন্ট পেতে মরিয়া লিভারপুল এরপর গোল খেয়ে বসল। যোগ করা সময়েরও শেষ সময়ে করা নাথান আকের গোলে। এভাবেই রচিত হল প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে বোর্নমাউথের প্রথম জয়ের ইতিহাস। এর আগে প্রথমার্ধে মানে ও ওরিজির দুই মিনিটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইয়ুর্গুন ক্লপের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান কমান উইলসন। খানিক বাদে সফরকারীদের হয়ে ব্যবধান বাড়ান হ্যারি কেন। এরপরই আসে নাটকীয় সেই মুহূর্ত।
আগের ম্যাচে অ্যালিক্সেস সানচেসের হ্যাটট্রিকে ওয়েস্ট হামকে তাদেরই মাঠে ১-৫ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। গানারদের হয়ে বাকি গোল দুটি করেন মেসুত ওজিল ও অক্সালেট চেম্বালেইন। আবারো হেরে বসেছে লেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নরা আবারো ফিরে গেছে তাদের পুরোনো রুপে। পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যঅন্ডের কাছে ২-১ গোলে নিজেরাই এখন লিগ থেকে অবনমনের শঙ্কায়। আগের দিন ম্যানচেস্টার সিটির মাঠ থেকে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় নিয়ে চেলসি ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো সুসংহত করে। তাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল। তিন ও চারে থাকা লিভারপুল ও সিটির পয়ন্ট সমান ৩০ করে। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে বোর্নমাউথ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ