Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্শদ্বীপের জ্বালা বুঝছেন শামি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে হারানোর স্বাদ পায় পাকিস্তান। গ্রুপ পর্বে দুবাইয়ের ওই ম্যাচে নির্ধারিত ওভারে ৭ উইকেট খুইয়ে ১৫১ রান তোলে বিরাট কোহলির ভারত। জবাবে বিনা উইকেটে ১৩ বল হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় বাবর আজমের দল। বিধ্বংসী বাবর আর মোহাম্মদ রিজওয়ান মিলে শেষ করে আসেন ম্যাচ। রান তাড়ায় শেষপর্যন্ত ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছিলেন মোহাম্মদ শামি। এরপর থেকে ভারতীয় পেসারকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হয়েছে, মুসলিম বলে ‘গালি’ শুনতে হয়েছে, পারিবারিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছে, সর্বপোরি ভারত দল থেকেই বিতাড়িতও হতে হয়েছে। ১০ মাসের ববধানে সেই দুবাইয়ে চিত্রায়িত হলো ঠিক একই নাটকের পুনঃমঞ্চায়ন। পার্থক্য শুধু এবার খলনায়কের ভূমিকায় শামির জয়গায় আর্শদ্বীপ সিং! পরিণতি- সেই একই।
গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারালেও এশিয়া কাপ ২০২২ এর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয় দেখেছে রোহিত শর্মার দল। ৫ উইকেটে হারা ম্যাচে আলোচনায় তরুণ পেসার আর্শদ্বীপ সিংয়ের ক্যাচ ছাড়া। পাকিস্তানের ইনিংসের ১৮ তম ওভারের ঘটনা। রবি বিষ্ণয়ের করা ৩য় বৈধ ডেলিভারি, পাকিস্তানের রান তখন ৪ উইকেটে ১৫১। সøগ সুইপ করতে যেয়ে টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তুলে দেন আসিফ আলি। থার্ড ম্যানে থাকা আর্শদ্বীপ সহজতম ক্যাচ ছেড়ে দেন। মাঠেই প্রতিক্রিয়া দেখান অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারে যেয়ে আসিফকে আর্শদ্বীপ ফেরালেও ততক্ষণে জয়ের পথে অনেক এগিয়ে যায় পাকিস্তান। ৮ বলে ২ চার ও ১ ছয়ে ১৬ রান করেন আসিফ। তাইতো এই দুঃসময়ে তরুণ এই পেসারের পাশে দাঁড়িয়েছে একই তিক্ততার মধ্য দিয়ে যাওয়া শামি। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আর্শদ্বীপের একটি ছবি দিয়ে অভিজ্ঞ এই বাঁ-হাতি পেসার লেখেন, ‘তুমি কোনো জিন্তা করো না আর্শদ্বীপ। আমরা তোমার সাথে আছি। তুমি তোমার নিজের কাজে মনোযোগ দাও। সমালোকদের কথায় কান দিও না।’
এখানেই থামেন নি শামি। সমালোচকদের কষে এক হাত নিয়েছেন একসময় ভারত দলের অপরিহার্য এই সদস্য। ‘টাইমস নাউ’- এ দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ ঝাড়েন এই বলে, ‘তারা (সমালোচকরা) বুঝি বেঁচেই থাকে আমাদের ট্রল করে, খেয়ে-দেয়ে তাদের আর কোনো কাজ নেই। যখন আমরা ভালো খেলি তখন তাদের টিকিটিও পাওয়া যায়না উল্লেখ করে সমালোচকদের চ্যালেঞ্জও ছুঁড়ে দেন ভারতের ২০১১ বিশ^কাপ জয়ে ভূমিকা রাখা এই গতি তারকা, ‘তোমাদের যদি সৎ সাহস থাকে তাহলে আসল একাউন্ট (সামাজিকমাধ্যম) থেকে ম্যাজেস করো, ফেক একাউন্ট থেকে কেন? পেছন থেকে অনেকেই অনেক কিছু বলতে পারে, পারলে মুখোমুখি হয়ে কথা বলো।’
আর্শদ্বীপকে অভয় দিয়ে শামি যোগ করেন, ‘আমিও তোমার মতো একই অপমান সহ্য করতে হয়েছিল। তবে আমি ভয় পাইনি, ভেঙে পড়িনি কেননা আমার পাশে আমার গোটা দেশ ছিল। তোমার পাশেও আছে।’
শামির আগেই আর্শদ্বীপ পাশে পেয়েছেন কোহলি, ইরফান পাঠানসহ মোহাম্মদ হাফিজদের মতো তারকাদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ