Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোটে বিশ্বকাপ শেষ রসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেখানে চমক দলটির শীর্ষ তারকা ব্যাটার রসি ফন ডার ডুসেনের না থাকা। কনুইয়ের চোটের কারণে বিশ্বকাপে তাকে পাচ্ছে না প্রোটিয়ারা। তাকে ছাড়াই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করতে হয়েছে। বরাবরের মতো বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটার টেম্বা বাভুমা। ডুসেনের অনুপস্থিতিতে বিশ্বকাপের দরজা খুলে গেছে কোলপাক চুক্তি থেকে ফেরা বাঁহাতি টপঅর্ডার ব্যাটার রাইলি রুশোর। দলে জায়গা ধরে রেখেছেন রেজা হেন্ডরিকসও।
চোটের কারণে ইংল্যান্ড সফরের পুরোটাই মিস করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। বিশ্বকাপকে মাথায় রেখে সার্জারির বদলে নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হওয়ার পথই বেছে নেন তিনি। প্রোটিয়াদের আসন্ন ভারত সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন বাভুমা।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি ও ত্রিস্তান স্টাবস। রিজার্ভ : জর্ন ফরচুইন, মার্কো জানসেন ও আন্দিল ফেলুকায়ো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ