Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাপলির ডেরায় ছন্দহীন লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গতরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরু হয়েছে। আজ রাতেও আছে প্রথম রাউন্ডের ম্যাচ। সেই লড়াইয়ে বড় ম্যাচে মাঠে নামছে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। আরেক ইতালিয়ান ক্লাব নাপোলি আতিথ্য দিবে ৬ বারের চ্যাম্পিয়ন লিভারপলকে। স্প্যানিশ জায়ান্ট বার্সালোনার প্রতিপক্ষ মাত্র চতুর্থবারের মত চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলতে আসা চেক প্রজাতন্ত্রের ভিক্টরিয়া প্লেজেন। অন্যদিকে আসরটির দুইবারের চ্যাম্পিয়ন পর্তুগীজ ক্লাব পোর্তো মুখোমুখি হচ্ছে মাস্টার মাইন্ড দিয়াগো সিমিওনির এটলেটিকো মাদ্রিদের। ফ্রেঞ্চ ক্লাব মার্শেই খেলবে ইংলিশ জায়ান্ট টটেনহ্যামের বিপক্ষে।
২০১০/১১ মৌসুমের পর আবারও ইন্টারের মুখোমুখি হচ্ছে বায়ার্ন। ইন্টারের ঘরের মাঠ সান সিরোতে এই ম্যাচের আগে মানসিকতায় চোট লেগেছে দুই দলেরই। বুন্দেস লিগায় পরপর দুই ম্যাচ ড্র করেও টেবিলের তৃতীয় স্থানে আছে বাভারিয়ানরা। লেভান্দোভস্কির পরিবর্তে আসা সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে ৩ গোল পেয়েছেন লিগে। অন্যদিকে সিমিয়নি ইনজাগির ইন্টারও টানা দুই সপ্তাহে হেরেছে লাজিও ও এসি মিলানের বিপক্ষে। এই দুই দল চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে। তাতে দুই দলেরই সমান দুই জয়, ড্র হয়েছে একটি ম্যাচ। বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের ৬ বারের চ্যাম্পিয়ন আর ইন্টার শিরোপা জিতেছে তিনবার। বায়ার্ন কোচ নাগেলসম্যাবের মতে তারা কর্মশক্তিতে পিছিয়ে, ‘আমাদের এনার্জি আগের মত হওইয়া উচিৎ।’ জুভেন্টাস থেকে এই মৌসুমেই বাভারিওয়ানদের ডেরায় যোগ দেওয়া ডাচ ডিফেন্ডার ম্যাথুজ ডি-লিট বলেন, ‘ইন্টার কঠিন প্রতিপক্ষ। তাদের বেশ কজন অভিজ্ঞ ও শারীরীকভাবে শক্তিশালী খেলোয়াড় আছে। এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে আমাদের জন্য।’
লুসিয়ানো স্পালেত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই নাপোলির চেহরা পরিবর্তন হয়ে গিয়েছে। এই মৌসুমে সিরি ‘আ’ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ক্লাবটি ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে লিভারপুলের মুখোমুখি হয়েছে ৪ বার। যেখানে ২ জয় ও ১ ড্র নিয়ে এগিয়ে আছে ইতালিয়ান ক্লাবটি। এই মৌসুমের শুরুতেই দলের গুরুত্বপূর্ন বেশ কজন খেলোয়াড়ের চোটের কারনে ছন্দ পতন হইয়েছে ইউর্গেন ক্লপের লিভারপুলের। দলটির রেকর্ড সাইনিং স্টাইকার দারউইন নুনেজ আছেন ভালো ছন্দে থাকা স্তত্বেও, ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ শেষে তিন ড্র ও ১ হারের কারণে আছে টেবিলের ৭ নম্বর স্থানে অলরেডরা। অন্যদিকে ঠিক এই ম্যাচের আগে নাপোলিরও আছে চোট নিয়ে সমস্যা। দলটির স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের আছে চোট সমস্যা। এমনকি ম্যানেজার স্পালেত্তির হাত ভেঙ্গে দুইদিন আগে যেতে হয়েছিল অপারেশনের টেবিলে। প্লাস্টার করা হাত নিয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘লোজানো ম্যাচ খেলার ফিটনেস ফিরে পেলেও ওসিমেন আজ কিছুটা ব্যাথা অনূভব করেছে। আজকের ট্রেনিংয়ে সে যদি ভালো অনুভব করে তাহলে খেলতে পারে।’
গতবারের পর এবার আবারও গ্রুপ পর্বে মুখোমুখি এটলেটিকো ও পোর্তো। লিগে ছন্দে নেই কোন দলই। পোর্তো কোন রিপ্লেসমেন্ট না নিয়েই বিক্রি করেছে ভিয়েরা, ভিতিনহা ও কনসেইসাদের মত গুরুত্বপূর্ণ প্লেয়ারদের। আর মাত্রারিক্ত ডিফেন্সিভ কৌশলের কারণে লা লিগায় ৪ ম্যাচ শেষে ১ ড্র ও ১ পরাজয় নিয়ে টেবিলের ৭ নম্বরে আছে সিমিওনির দল। আসরটিতে পুর্বের ৮ দেখায় ৩ জয় ও ৩ ড্র নিয়ে এগিয়ে আছে মাদ্রিদের দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ