Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিপুল পরিমাণ কাঁচামাল মোংলা বন্দরে এসে পৌঁছেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:২১ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিপুল পরিমাণ মালামাল বহনকারী একটি বিদেশী জাহাজ মোংলা সমুদ্র বন্দরের ৭ নম্বর জেটি এলাকায় এসে পৌঁছেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১ হাজার ৪০০ মেট্রিক টন লোহার সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে রাশিয়া থেকে রুশ পতাকাবাহী ‘এমভি ইউএনআইডব্লিউআইএসডিওএম’ মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

এটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৃতীয় চালান- উল্লেখ করে তিনি আরও বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু ও মেট্রো রেললাইন এবং অন্যান্য ফার্স্ট ট্র্যাক প্রকল্পের জন্য বিপুল কাঁচামাল নিয়ে আরও জাহাজ মোংলা সমুদ্র বন্দরের পথে রয়েছে।

গত মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু ও খানজাহান আলী রেলওয়ে সেতুর বিপুল পরিমাণ যন্ত্রপাতি, সরঞ্জাম ও কাঁচামাল বোঝাই বেশ কয়েকটি জাহাজ মোংলা সমুদ্র বন্দরে এসেছে।

বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা মঙ্গলবার বাসস’কে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু ও খানজাহান আলী রেলসেতুসহ কয়েকটি মেগা প্রকল্পের বিপুল যন্ত্রপাতি, সরঞ্জাম, কাঁচামাল এবং বিপুল সংখ্যক আমদানি করা গাড়ি গত ৫০ দিনে এ বন্দর দিয়ে খালাস করা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরটি, বিশাল ও আধুনিক উন্নয়ন প্রকল্প বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পর, আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে।

মোংলা বন্দর অধিক সাশ্রয়ী ও নিরাপদ বন্দর হওয়ায়, দেশের সব মেগা প্রকল্পের মালামাল এখন এই বন্দরের মাধ্যমেই আমদানি করা হচ্ছে। পদ্মা সেতুর কারণে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ার ফলে ব্যবসায়ীদের মোংলা বন্দরের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ