গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘দক্ষ জনশক্তি গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জাতীয় বিশ^বিদ্যালয়। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এই বিশ^বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানবিক উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে এই বিশ^বিদ্যালয়। আমরা আশা রাখছি অচিরেই বিশ^মানের বিশ^বিদ্যালয় হয়ে উঠবে দেশের মানচিত্রসম এই বিদ্যাপীঠ।’
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ^বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে কলেজ র্যাংকিং এর ফলাফল ঘোষণা এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের ভিসি বলেন, ‘অবাধ তথ্য প্রবাহের সকল দ্বার উন্মুক্ত রয়েছে। আপনারা বিশ^বিদ্যালয়ের গঠনমূলক সমালোচনা করবেন। সত্য তথ্য তুলে ধরবেন-সেটিকে আমরা সাদরে গ্রহণ করবো। আমরা বিশ^বিদ্যালয়ের উন্নয়নে সকলে মিলে একসঙ্গে কাজ করবো।’
দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, ‘যে জাতিরাষ্ট্র রক্ত দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছে, আমি মনে প্রাণে বিশ^াস করি সেই রাষ্ট্র কখনো শ্রীলঙ্কা হতে পারে না। স্বাধীনতার পরে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ হত্যার যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ ৯০ এর আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে তার মধ্য দিয়ে এক নতুন অভিযাত্রা শুরু হয়েছে। গণতন্ত্র এবং অংশগ্রহণের শক্তি এটি। আমি মনে করি মানুষের সমাজের এই যে রাষ্ট্র তার মধ্যে শিক্ষা এবং সংস্কৃতির যে বিকাশ অব্যাহত রয়েছে সেই শক্তিকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এক নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে যেখানে জাতীয় বিশ^বিদ্যালয়ের অগ্রযাত্রা আরও শাণিত হবে।’
সভার শুরুতেই জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০১৮ সালের কলেজ র্যাংকিং এর ফলাফল ঘোষণা করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। কলেজ পারফরমেন্স র্যাংকিং ঘোষণার কেপিআই নিয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক এ এস এম রফিকুল আকবর। কোভিড-১৯ এর কারণে গত দুইবছর কলেজ র্যাংকিং ঘোষণার কার্যক্রম স্থগিত ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এটির কার্যক্রম ফের চালু হয়। ২০১৮ সালের কলেজ র্যাংকিং এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫ কলেজের মধ্যে প্রথম হয়েছে রাজশাজী কলেজ। এরপর পর্যায়ক্রমে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ। জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ নির্বাচিত হয়েছে লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা। জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ। জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি ¯œাতক (সম্মান) পাঠদানকারী কলেজের পারফরমেন্স-এর ভিত্তিতে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের কলেজ র্যাংকিং ফলাফল প্রকাশ করা হয়। ২০১৮ সালের কলেজ র্যাংকিং-এর জন্য অনলাইনে তথ্য প্রেরণের আহবান জানিয়ে ০৩ মার্চ ২০১৯ খ্রি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়। নির্ধারিত কচও পয়েন্টের ভিত্তিতে জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ০৪টি, সিলেট অঞ্চলে ০৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলে ০৮টি সর্বমোট ৭৬টি কলেজ চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, ¯œাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মনিরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান, প্রকাশনা দপ্তরের পরিচালক আ. মালেক সরকার, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামান, তথ্য ও সেবা দপ্তরের পরিচালক মো. ইমান উদ্দিন সরকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।