মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পর্যটনসহ পরিষেবা খাত চাঙ্গায় আগামী সপ্তাহ থেকে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দিচ্ছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশের পর্যটকদের জন্য শুধু এ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। কভিড-১৯ নিয়ন্ত্রণে থাকায় বিধিনিষেধ শিথিল করে পর্যটকদের জন্য এ সুবিধা দিচ্ছে দেশটি। তাইওয়ানের সেন্ট্রাল এপিডেমিক কমান্ড সেন্টার জানায়, আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের পর্যটকদের এবং ক‚টনৈতিক মিত্রদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফ্রি কার্যক্রম শুরু হবে। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এশিয়ার অন্যান্য দেশের মতো তাইওয়ানও এবার কভিড বিধিনিষেধ শিথিল করল। গত জুন থেকে পর্যটকদের আইসোলেশনের সময় কমিয়ে তিনদিন করে দেশটি। আগে এর মেয়াদ ছিল সাতদিন। চলতি বছরের শুরু থেকে মহামারির আগে তাইওয়ান ছিল প্রধানত এশীয় পর্যটকদের জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ওই সময়ে জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেই সবচেয়ে বেশি পর্যটন আসত দেশটিতে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।