Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে শিক্ষকের জেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

১৪ বছর বয়সী এক ছাত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন এবং তা গোপন রাখতে তাকে বাধ্য করানোর অভিযোগে সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক মানের স্কুলের শিক্ষক (২৯)কে সোমবার ৫ বছরের জেল দিয়েছে আদালত। অভিযুক্ত শিক্ষক একজন চীনা নাগরিক। সিঙ্গাপুরে তার স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে। তার পরিচয় গোপন রাখার নির্দেশনা থাকায় নাম প্রকাশ করা হয়নি। এ খবর দিয়ে অনলাইন স্ট্রেইট টাইমস বলেছে, ওই ছাত্রীর সাথে অভিযুক্ত শিক্ষক কমপক্ষে চারবার যৌন সম্পর্কে লিপ্ত হয়। কমপক্ষে দু’বার তাকে গর্ভনিরোধক পিল খাওয়ার নির্দেশনা দেয়। কম বয়সী একটি মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপনের তিনটি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। একই রকম আরও দুটি অভিযোগ আমলে নেয়া হয়েছে শাস্তি দেয়ার ক্ষেত্রে। আদালতের শুনানিতে বলা হয়েছে, ভিকটিমের এখন বয়স ১৭ বছর। তিনিও একজন চীনা নাগরিক। শিক্ষা লাভের জন্য ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি সিঙ্গাপুরে যান। ওই বছরই জানুয়ারিতে ওই স্কুলে গণিত পড়ানো শুরু করে অভিযুক্ত শিক্ষক। মার্চের দিকে তাদের মধ্যে জানাশোনা হয়। ওই ছাত্রীর ক্লাসে পড়াতো ওই শিক্ষক। নির্যাতিত বালিকা তাকে অন্য বিষয়গুলো পড়াশোনায় সহায়তা করার অনুরোধ করেন। এক পর্যায়ে তাদের মধ্যে যোগাযোগের বিস্তারিত তথ্য আদান-প্রদান হয়। নির্যাতিতা যেহেতু সিঙ্গাপুরে একজন বিদেশি ছাত্রী হিসেবে গিয়েছেন, তাই সেখানে তিনি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছিলেন, তা নিয়ে ওই শিক্ষকের কাছ থেকে সহায়তা নিতে চেষ্টা করেন। ওই বছরের ৬ই এপ্রিল মধ্যাহ্নভোজের জন্য ওই বালিকা এবং তার ২০ বছর বয়সী এক পুরুষ বন্ধুকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান ওই শিক্ষক। সেখানে পুরুষ বন্ধু উপস্থিত হওয়ার আগেই মেয়েটি পৌঁছে যান। এ সময় ওই শিক্ষক তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে এবং তার মুখে চুমু দেয়। ভোজ শেষে ওই বালিকা যখন বিদায় নিচ্ছিলেন, তখন তাকে গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেয় অভিযুক্ত শিক্ষক। এতে তিনি সম্মতি দেন। স্ট্রেইট টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ