Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানীর সাথে সাক্ষাত, ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩১ পিএম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে তিনি এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

লিজ ট্রাস যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার বালমোরাল ক্যাসেলে রানীর সঙ্গে দেখা করছেন। তার আগে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন রানীর সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

রানী চলাফেরার সমস্যায় ভুগছেন যার কারণে ব্রিটেনের ইতিহাসে এই প্রথম এ বৈঠকগুলি লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে হয়েছে। দায়িত্ব গ্রহণের আগেই জ্বালনি সঙ্কট মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস।

এর আগে তিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ