Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ির নম্বরের টিকিটে বাজিমাত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০২ এএম

পুরনো ড্রাইভিং লাইসেন্সের নম্বর মিলিয়ে টিকিট কিনে লটারি জিতলেন এক মহিলা। তিনি লটারিতে ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখ ৬০ হাজার টাকা) জিতেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা ৪৩ বছর বয়সি ওই মহিলা। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, নিজের পুরনো গাড়ির নম্বর প্লেট দেখে সেই অনুযায়ী একটি লটারির টিকিট কিনেছিলেন। টিকিটে মোট পাঁচটি নম্বর ছিল।
দেখা যায়, পাঁচটি নম্বরই হুবহু মিলে গেছে। একেবারে গাড়ির নম্বরের সঙ্গে মিলে গেছে লটারির টিকিটের নম্বর। দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না ওই মহিলা। মহিলা জানিয়েছেন, লটারি জেতার পর তিনি দু’বার নম্বর মিলিয়ে দেখেন।
নম্বর মিলে যাওয়ার পর নিজের মাকে বলেন, ‘মনে হচ্ছে আমি বড় অঙ্কের লটারি জিতে ফেলেছি।’ পাঁচটা সংখ্যাই মিলে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এত টাকা নিয়ে কী করবেন? এমন প্রশ্নের জবাবে মহিলা জানান, তিনি পুরনো ওই গাড়িটা মেরামত করবেন। এ ছাড়াও বেশ কিছু বিল মেটাবেন এবং ছেলেমেয়েদের ভাল কিছু খাওয়াবেন।
এর আগে এই মেরিল্যান্ডেই অপর এক মহিলা অদ্ভুত ভাবে লটারি জিতেছিলেন। নিজের বোনের স্বপ্নে দেখা টাকার অঙ্ক মিলিয়ে তিনি লটারিতে ২০ লক্ষাধিক টাকা জিতেছিলেন। সূত্র : সিএনএন, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ