Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের ৪৮ ঘন্টা পরে ভেসে উঠলো কিশোরের লাশ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৬ পিএম

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদীতে মাছ ধরার সময় গত শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নিখোঁজ হয় সুজন সিংহ (১৫) নামে এক কিশোর। নিখোঁজের ৪৮ ঘন্টা পরে নদীর পানিতে সেই কিশোরের লাশ ভেসে উঠে।

সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের নাগর নদীতে কিশোরের লাশ নিখোঁজের একই স্থান থেকে উদ্ধার করে স্থানীয়রা।
সুজন সিংহ উপজেলার আমজানখোর ইউনিয়নের রতœাই বগুলা বাড়ি গ্রামের দ্বিজেন্দ্রনাথ সিংহর ছেলে।
নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে কিশোরের লঅশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু ডোঙ্গা।
চেয়ারম্যান বলেন, নিখোঁজ হওয়ার একই স্থানে সোমবার সকাল ১১ টার ওই কিশোরের মরদেহ নদীর পানিতে গাছের গুড়ির সঙ্গে ভাসতে দেখে স্থানীয়রাই লাশ উদ্ধার করে। পরে ছেলেটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পূর্বে দুইদিন শনিবার ও রোববারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও পানিতে ডুবে যাওয়া কিশোরকে খুঁজে পাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ