Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে পাকিস্তানের লক্ষ্য ১৮২

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫২ পিএম | আপডেট : ৯:৫৬ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ১৮২ রানের লক্ষ্য দিল ভারত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান তোলে রোহিত শর্মার দল।

 

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে ঝড় তোলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে ৫.১ ওভারে ৫৪ রান যোগ করে তারা। রোহিত ১৬ বল তিন বাউন্ডারি ও দুটি ছক্কায় ২৮ রান করে হারিসের বলে বিদায় নেন। পরের ওভারেই রাহুলকে বিদায় করেন পেসার শাদাব খান।

 

২০ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় ২৮ করে বিদায় নেন এই ওপেনার। ৬.১ ওভারে ২ উইকেটে ভারতের দলীয় স্কোর কণ ৬২। এরপর বিরাট কোহলির সাথে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সূর্যকুমার যাদব। ইনিংসের ৯.৪ ওভারে দলীয় ৯১ রানের মাথায় ১৩ রান করে নাওয়াজের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

 

এরপর বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে ‍ওঠে পাকিস্তানের বোলাররা। ঋষভ পান্ত ১৩ রানে ফিরিয়ে দেন শাদাব খান। পরের ওভারে হার্দিক পান্ডিয়াকে শূন্য রানে ফিরিয়ে দেন হাসনাইন। ১৪.৪ ওভারে ৫ উইকেটে ভারতের দলীয় রান তখন ১৩১।

 

শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠে ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। দীর্ঘ দিন পর ব্যাট হাতে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। ৩৬ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম অর্ধশক তুলে নেন তিনি। কোহলির হাফসেঞ্চুরির পর দীপক হুডা ১৬ রান করে বিদায় নেন। এরপর বিরাট কোহলি দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৬০ রান করে রান আউট হন। তার ইনিংসে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা রয়েছে।

 

এর আগে চরম উত্তেজনার এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ