Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯৩ রানে ভারতের তিন উইকেট নেই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৩ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৯৩ রান।

 

এশিয়া কাপে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে ঝড় তুলে বিদায় নিয়েছে রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে দুই ব্যাটার ৫.১ ওভারে ৫৪ রান তোলে। রোহিত শর্মা ১৬ বল তিন বাউন্ডারি ও দুটি ছক্কায় ২৮ রান করে হাসের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। পরের ওভারেই রাহুলকে বিদায় করেন শাদাব খান।

 

২০ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় ২৮ করে বিদায় নেন এই ওপেনার। এরপর বিরাট কোহলির সাথে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ১৩ রান করে বিদায় নেন সূর্যকুমার যাদব। ৯.৪ ওভারে ৯১ রানে ভারতের দলীয় রান তখন ৯১।

 

 

চরম উত্তেজনার এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুবাইয়ে জমজমাট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ