Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাব, মৃত্যু ৬৮৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

টিকাদান কার্যক্রম দেশজুড়ে অব্যাহত থাকার পরও জিম্বাবুয়েতে হামের ভয়ংকর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় থেকে শনিবার টুইটারে এক পোস্টে বলা হয়, ‘জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ৬ হাজার ৩৪ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে আক্রান্ত ৫ হাজার ২৬৬ জন। মারা গেছেন ৬৮৫ জন।’ এর মধ্যে গত ১ সেপ্টেম্বর হামে মারা যান ৩৭ জন। হামে আক্রান্ত হয়ে সাধারণত ৬ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশেষ করে যেসব শিশু হামের টিকা নেয়নি। গত মাসে দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া জানান, জিম্বাবুয়েতে অনেক বাবা-মা ধর্মীয় বিশ্বাসের কারণে শিশুদের টিকা প্রদান থেকে বিরত থাকেন। যে কারণে সরকার থেকে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। যেন তারা তাদের অনুসারীদের শিশুদের টিকা প্রদানে সচেতন ও উৎসাহিত করতে পারেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ