Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন ঘাঁটিতে প্রচন্ড বিস্ফোরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে কয়েকটি প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে, এর ফলে বিরাট এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল-ওমর তেল ক্ষেত্রের কাছের ওই সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থাটি স্থানীয় সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, বিস্ফোরণের পর পরই ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখা যায়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও জানা পাওয়া যায়নি। সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকায় মার্কিন জঙ্গিবিমান ও হেলিকপ্টারকে উড়াউড়ি করতে দেখা যায়। মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে এবারই প্রথম হামলা হয়নি বরং এর আগে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে। গত ২৫ আগস্ট একদিনেই ওই খাঁটিতে দুই দফা হামলা হয়। মার্কিন সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় দখলদারিত্ব কায়েম করে এবং তারা সন্ত্রাস-বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার বিভিন্ন তেল ক্ষেত্র থেকে তেল চুরি করছে। সানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ