Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আরো ৫৭
পাকিস্তানে ভয়াবহ বন্যায় শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত আরো ৫৭ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে। নজিরবিহীন বন্যা মোকাবেলা করতে গিয়ে ত্রাণ ও তহবিল নিয়ে যুঝতে হচ্ছে পাকিস্তানকে। শনিবার প্রথমবারের মতো রাজধানী ইসলামাবাদে ত্রাণ তহবিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রেকর্ড বৃষ্টি এবং সেই সঙ্গে উত্তর পাহাড়ের হিমবাহ গলে যাওয়ার প্রভাবে এত তীব্র বন্যার মুখোমুখি হয়েছে দেশটি। এতে আক্রান্ত হয়েছে প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ, মারা গেছে অন্তত এক হাজার ২৬৫ জন, যাদের মধ্যে রয়েছে ৪৪১ জন শিশু। ডন, রয়টার্স।


চোরাই প্লেন চালক
যুক্তরাষ্ট্রের মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহরে প্লেন চুরি করে আকাশে উড়াল দিয়েছিলেন এক পাইলট। এমনকি চুরি করা ওই প্লেন নিয়ে ওয়ালমার্ট স্টোরে ‘ইচ্ছাকৃতভাবে বিধ্বস্ত’ করার হুমকিও দেন তিনি। কিন্তু তেল ফুরিয়ে যাওয়ায় মাঠেই ওই প্লেনটিকে অবতরণ করান অভিযুক্ত পাইলট। তবে এর আগে প্লেনটি আকাশে ছিল টানা কয়েক ঘণ্টা। অবতরণের পরপরই পাইলটকে গ্রেফতর করা হয়। সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত ওই পাইলট ওয়ালমার্টের ওপরই বিমান বিধ্বস্ত করার হুমকি দেন। কিন্তু সেই হুমকি আর সত্যি হয়নি। তার আগেই ফুরিয়ে যায় প্লেনের জ্বালানি। এনডিটিভি।

আবারো ব্যর্থ
যান্ত্রিক ত্রæটির কারণে এক সপ্তাহে দ্বিতীয়বার ব্যর্থ হলো নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান চেষ্টা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আর্টেমিস-১ চাঁদের উদ্দেশে যাত্রার কথা ছিল স্থানীয় সময় শনিবার সকালে। কিন্তু এদিনও ব্যর্থ হয়। নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে লাখো মানুষ উপস্থিত হন ফ্লোরিডা সমুদ্র সৈকতের তীরে। অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, রকেটটি থেকে তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসায় আপাতত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে। আল-জাজিরা।


ধূলিঝড়
ভয়াবহ ধ‚লিঝড়ের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা। অঙ্গরাজ্যটির শান্ডলা শহরের ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়। খবরে বলা হয়, প্রায় ৫০ মাইল এলাকা জুড়ে তৈরি হয় ধুলার এই দেয়াল। উচ্চতায় ছাড়িয়ে যায় ৬ হাজার ফুট। ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১০৪ দশমিক ৬ কিলোমিটার। এদিকে, কালো ধুলার আস্তরণে ঢাকা পড়ে রাস্তাঘাট, বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ১১ হাজার স্থাপনা। এ ধরনের ধ‚লা ঝড় ‘হাবুব’ নামে পরিচিত। যা মূলত একটি আরবি শব্দ। এপি।


বালিশ কম্বল চাদর
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কমূলক ব্যবস্থা নিয়েছিল রেলওয়ে। এরমধ্যে অন্যতম ছিল ট্রেনের যাত্রীদের চাদর, বালিশ, কম্বল না দেওয়া। বর্তমানে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই আবারও চাদর, বালিশ ও কম্বল দেওয়া শুরু করেছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত সব কোচে পর্দাও ফেরানো হচ্ছে। দেশটির রেল মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জোনাল রেলওয়েতে যাত্রীদের চাদর, বালিশ ও কম্বল দেওয়ার সুবিধা ফিরিয়ে আনা হচ্ছে। এখন থেকে রেলের যাত্রীরা এ সুবিধা পাবেন। ৫৪ জোড়া ট্রেনের ৭৮ রেকে যাত্রীদের লিনেন দেওয়া হয়েছে। এনডিটিভি।


৪ গুলিবিদ্ধ
ভারতের রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে শনিবার গুলি চালানোর ঘটনায় চারজন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর তিনজন আহত শিক্ষার্থীর বন্ধু। আর্থিক বিতর্কের কারণে প্রাথমিকভাবে এই গুলির ঘটনা ঘটেছে। আহত সবাইকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, কুলদীপ (আসানের বাসিন্দা), সুশি (দেব কলোনির বাসিন্দা), বিদ্যুৎ (দুবালধানের বাসিন্দা) এবং আরেকজন হরিশ (খেরি আশ্রার বাসিন্দা) আহতদের মধ্যে কুলদীপের অবস্থা গুরুতর। ইকোনোমিকস টাইমস।


বিয়ার বিক্রি
কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে বিয়ার বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করতে পারে দেশটি। টুর্নামেন্ট পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। এতে বলা হয়, ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে বিয়ার কিনতে পারবেন ভক্তরা। যেসব ভক্তদের কাছে টুর্নামেন্টের টিকিট থাকবে তাদেরই এই সুযোগ দেয়া হবে। তবে ম্যাচ চলাকালে এমন সুযোগ থাকবে না। এবারের বিশ্বকাপের অন্যতম প্রধান স্পন্সর প্রতিষ্ঠান বুডওয়েজার। টুর্নামেন্টে বিয়ার বিক্রির একচেটিয়া অধিকার রয়েছে তাদের। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ