গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট অফিস : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে নির্বাচন একটি প্রজেক্টে পরিণত হয়েছে। আর এই প্রজেক্টের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হচ্ছে।’ গতকাল রোববার বিকেলে সিলেট নগরীর দরগাগেটস্থ শহীদ সুলেমান হলে মহানগর বিএনপি আয়োজিত ‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ বলেন, জনগণের প্রত্যাশার কথা চিন্তা করে দেশের কল্যাণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষে দেশ ও জাতির কাছে একটি প্রস্তাবনা তুলে ধরেছিলেন। বাংলাদেশের সংবিধানে যে বিষয়গুলো অনুপস্থিত রয়েছে তাও খালেদা জিয়ার প্রস্তাবনায় উঠে এসেছে। সংবিধানে উল্লেখ আছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ দেবেন। কিন্তু এই নিয়োগ কোন পদ্ধতিতে ও তাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা কি হবে তা সংবিধানে উল্লেখ নেই। খালেদা জিয়া তার প্রস্তাবনায় কোন স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে তা তুলে ধরেছেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক, খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।