Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতে ভারত-পাকিস্তান লড়াই, দেখে নিন সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৮ পিএম

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া অন্যতম সেরা দল দুটি স্নায়ুচাপ দূরে ঠেলে স্বাভাবিক ক্রিকেট খেলতে চায়। চোটের কারণে ভারত স্কোয়াড থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা আর পাকিস্তানের শাহনাজ দাহানি। তাই দুই দলের একাদশেই আসছে পরিবর্তন তা নিশ্চিত।

দুই দলই সুপার ফোরে জায়গা করে নেওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের একটি ‘ভারত-পাকিস্তান মহারণ’ দেখার সুযোগ পেয়েছে ক্রিকেট বিশ্ব। এক দশকের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় এমন বিশ্ব মঞ্চে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে চোখ থাকে ক্রিকেটপ্রেমীদের।

দুই দলের দেখা দিয়েছে ইনজুরির সমস্যা। ফলে একাদশে পরিবর্তন আসবে। ভারতের অলরাউন্ডার জাদেজা ইনজুরিতে পড়ায় এশিয়া কাপ ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার। এদিকে পাকিস্তান শিবিরেও আছে ইনজুরি ধাক্কা। পাকিস্তানের পেসার শাহনেওয়াজ দাহানি।

এদিকে ক্রিকইনফো বলছে, ভারতের পেসার আভেস খান জ্বর আসায় ম্যাচটিতে খেলবেন না। তবে ফিরছেন হার্দিক পান্ডিয়া৷ আর ইনজুরি আক্রান্ত রবিন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন অক্ষর প্যাটেল৷ তা ছাড়া পাকিস্তানের বিপক্ষে দীনেশ কার্তিক খেলবেন নাকি রিশব পন্থ খেলবেন এ নিয়েও থাকবে প্রশ্ন।

অন্যদিকে পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস নেই। পেসার মোহাম্মদ দাহানি ইনজুরিতে পরে ছিটকে গেছেন৷ তার জায়গায় হাসান আলী বা মোহাম্মদ হাসনাইন আসবেন।

ভারতের সম্ভাব্য একাদশ :রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, রিশব পন্থ/ দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আশদ্বীপ সিং, যুবেন্দ্র চাহাল

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলী/মোহাম্মদ হাসনাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ