Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাজে দ্বীনী শিক্ষাকে জারি রাখতে হবে -আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

সিলেটে তালামীযের বিভাগীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৪ এএম

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, দ্বীনী শিক্ষা সমাজ ও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিক্ষাকে জারি রাখতে হবে। কোনো অপ্রত্যাশিত আক্রমণ আসলে তুরস্ক থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ইকামতে সালাতের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সাধ্যমতো মানুষের সেবা করতে হবে। গত বন্যায় দেখেছি, তালামীযে ইসলামিয়ার কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গা মজলুমদের পাশে গিয়েও তাদের দাঁড়াতে দেখেছি। এ ধারা যেন অব্যাহত থাকে। এ কাফেলার গন্তব্য মদিনা মুনাওয়ারা। তাই দুনিয়াবি কোনো স্বার্থে নয়; বরং খালিসভাবে আমাদের দায়িত্ব আঞ্জাম দিতে হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর, ২০২২) সিলেট আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট বিভাগীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, শুরু থেকে সবসময়ই ইসলামের শত্রু ছিলো, আজও আছে। ইসলামের শত্রুরা নানাভাবে এ ধর্মের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করে। আমাদেরকে এর মুকাবিলা করতে হবে। নতুন কারিকুলামে স্কুল-কলেজে ধর্মশিক্ষা ও মাদরাসায় ইসলামী বিষয়কে গুরুত্বহীন করা হচ্ছে। মনে রাখা দরকার, ধর্ম বাদ দিলে পৃথিবীতে চলা অসম্ভব। ধর্মশিক্ষা মানুষকে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখে, ইনসাফের পথে পরিচালিত করে। তাই ধর্মীয় শিক্ষার উপর কোনো আঘাত আসলে তা সহ্য করা হবে না।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুজতবা হাসান চৌধুরী নুমানের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস এম মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দুলাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদির, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিমকোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এ্ডভোকেট মো. আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারমম্যান ড. মুহাম্মদ শহীদুল হক, সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, র‍্যাব-১ এর সহকারী পরিচালক নুমান আহমদ, ঢাকা হাজী মরন আলী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম মজুমদার, রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুকাদ্দাসুল ইসলাম, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো: নোমান, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: শামছুল ইসলাম, ভাঙ্গা ইকামতে দ্বীন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবূ ইউসুফ মৃধা, ঢাকা মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম সরকার, ফেনী ছাগলনাইয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমদ ভুঁইয়া, বাংলাদেশ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজমুল হুদা খান, মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, মাওলানা নজীর আহমদ হেলাল, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা আখতার হোসাইন জাহেদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উসমান গনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মহসিন, প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার প্রমুখ।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহীম, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ. ম আব্দুল মুনঈম মনজলালী, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো: কুতবুল আলম, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: আলমগীর হোসেন, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন, চান্দগ্রাম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিযুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুল হক শিমুল, অর্থ সম্পাদক আব্দুল জলিল, অফিস সম্পাদক হোসাইন মুহাম্মদ বাবু, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের প্রমুখ।
সকাল ১১টা থেকে শুরু হওয়া প্রথম অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সভাপতি সুলাইমান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গনী সোহাগ, হবিগঞ্জ জেলা সভাপতি সাদেকুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি কাওসার আহমদ, পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ, ঢাকা মহানগর সভাপতি ইমাদ উদ্দিন, শাবিপ্রবির সভাপতি গউসুল আলম, বি-বাড়িয়া জেলা সভাপতি আবুল কাশেম, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু প্রমুখ। সম্মেলনে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, মাওলানা শাহিদ আহমদ, সবুজ কুড়ি শিল্পী গোষ্ঠি ও রিসালাহ সাংস্কৃতিক সংসদ শিল্পীবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ সভাপতি মারুফ আহমদ, সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি ছালেহ আহমদ, সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সিলেট পূর্ব জেলার সহ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি নূর হোসেন, সহ সাধারণ সম্পাদক নাসির হোসেন, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান জামী প্রমুখ।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ