Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ কোটির বাংলো কিনলেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পর এবার আনুষ্কা শর্মা। ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে ২০ কোটি টাকার সম্পত্তি কিনলেন বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা। জিরাদ নামে গ্রামের কাছেই প্রায় ৮ একর জমি জুড়ে তৈরি আনুষ্কা-বিরাটের এই বাংলো।
বর্তমানে এশিয়া কাপ খেলার জন্য দুবাইয়ে অবস্থান করছেন বিরাট কোহলি। ফলে এই নতুন বাড়ির সমস্ত লেনদেন সামলাচ্ছেন বিরাটের ভাই বিকাশ কোহলি। গত মাসেই আলিবাগের নতুন বাড়িতে প্রবেশ করেছেন দীপিকা এবং রণবীর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করেছেন তারকা দম্পতি। তাদের এই সম্পত্তির দাম প্রায় ২২ কোটি টাকা।

শাহরুখ, সালমান-সহ বলিউড তারকাদের অনেকেরই বাড়ি আলিবাগে। আপাতত আনুষ্কা ব্যস্ত ‘চাকদহ এক্সপ্রেস’-এর প্রস্তুতি নিয়ে। সব ঠিক থাকলে আগামী বছরই ‘ওটিটি’ মাধ্যমে মুক্তি পাবে তার এই ছবি। সূত্র : স্পোর্টস টাইগার ডটকম, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ