Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেঁটে ফেলছে নেটফ্লিক্স!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর দ্বিতীয় পর্ব বাতিল হওয়ার গুঞ্জন। বলিউডের বিভিন্ন সূত্রের খবর, নেটফ্লিক্সের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই সিরিজকে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও পক্ষ থেকেই এর সত্যতা জানা যায়নি। চলতি বছরের শেষে ‘দ্য ফেম গেম’-এর সিজন ২ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শ্যুটিং শুরুর আগেই তা বাদ হওয়ার জল্পনা।

গত ফেব্রুয়ারিতে এই সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল। প্রায় তিন বছর পর কামব্যাক করেছিলেন মাধুরী দীক্ষিত। ওটিটি পর্দায় প্রথম। তার সঙ্গে ‘দ্য ফেম গেম’-এ অভিনয় করেছিলেন সঞ্জয় কাপুর, মানব কল, সুহাসিনী মুলায়, লক্ষ্মবীর সরনরা। মাধুরীকে কেন্দ্র করেই সিরিজের আটটি এপিসোডের গল্প আবর্তিত হয়েছিল।
মাধুরী হয়েছিলেন সুপারস্টার অনামিকা আনন্দ। তার অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু কেন পরবর্তী পর্ব চাইছে না নেটফ্লিক্স? কারণ স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, দ্বিতীয় পর্বের গল্প কিংবা প্রযোজনা সংস্থার বাজেট নেটফ্লিক্স কর্তৃপক্ষের মনোমতো হয়নি। সেই কারণেই সিরিজটিকে বাতিল করা হয়েছে বলে সূত্রের দাবি।

বলিউড সূত্রে জানা গেছে, আগামী দিনে ‘দ্য ফেম গেম’-এর নির্মাতারা যদি এই সিরিজের গল্প এবং অন্যান্য বিষয় আরও গুছিয়ে হাজির করতে পারেন, তবে আবার তা ভেবে দেখা হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, আউটলুক ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ