Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এআইএফএফের নতুন সভাপতি কল্যাণ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৫ পিএম

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার কল্যাণ চৌবে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে কল্যাণ ভারত জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাইচুং ভুটিয়াকে হারিয়েছেন ৩১-১ ভোটে। এআইএফএফের ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম একজন সাবেক ফুটবলার সভাপতির চেয়ারে বসতে চলেছেন। প্রিয়রঞ্জন দাস মুন্সির পর পশ্চিম বাংলার কেউ সভাপতি নির্বাচিত হলেন। কল্যাণ চৌবের আগে সভাপতি ছিলেন প্রফুল্ল প্যাটেল। সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন কর্নাটক রাজ্য সংস্থার সভাপতি এন এ হ্যারিস। আর কোষাধ্যক্ষ হয়েছেন কিপা অজয়।

নির্বাচনের আগেই অনুমান করা গিয়েছিল কল্যাণ চৌবের দিকেই জয়ের পাল্লা ভারী। কারণ বেশিরভাগ রাজ্য সংস্থার সমর্থন ছিল তার প্রতিই। অনেক আগে থেকেই রাজ্য সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন আদায় করে নিয়েছিলেন কল্যাণ। তবে ভোটের ব্যবধান এতো বড় হবে তা হয়তো কেউ ভাবেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ