Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আরও এক পেসারকে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৪ পিএম

এশিয়া কাপে ভারত ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। চোট নিয়ে দল থেকে ছিটকে গেলেন পেসার শাহনেওয়াজ দাহানি। সাইড স্ট্রেইনের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলা হবে না এই পেসারের।

এশিয়া কাপের আগেই হাঁটুর চোট নিয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন পাকিস্তান দলের মূল স্ট্রাইক বোলার শাহীন শাহ আফ্রিদি।
ভারতের কাছে হেরে এশিয়া কাপ শুরু হয়েছে পাকিস্তানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ধসিয়ে দিয়ে শেষ চারে পৌঁছেছে তারা।

সুপার ফোরের প্রথম ম্যাচে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা। তবে সেই ম্যাচের আগে দলটির পেস কন্টিনজেন্ট আরও দুর্বল হয়ে পড়ল। এদিকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দলটির অন্যতম পেসার নাসিম শাহকেও ক্র্যাম্পের কারণে বারবার বসে পড়তে দেখা গিয়েছিল।

এশিয়া কাপের আগে পাকিস্তানের বড়সড় পেস কন্টিনজেন্ট আতঙ্ক ছড়ালেও চোটাঘাতে সেটার জৌলুস অনেকাংশেই কমে আসছে। রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ