Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামগ্রিক নেতৃত্বে আলেমদের এগিয়ে আসতে হবে

বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৩ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, মুফাসসির পরিষদ সমগ্র আলেম ওলামা তথা জাতির আশা আকাঙ্খার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। সামগ্রিক নেতৃত্বের মূল জায়গায় আলেমদের এগিয়ে আসতে হবে। আলেমদের গতিশীল নেতৃত্বে সমাজের চেহারা পাল্টে যেতে পারে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ আয়োজিত তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে ইসলামিক স্কলারদের এক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ এসব কথা বলেন।
আমিরুল ইসলাম বেলালী বলেন, কোরআন সুন্নার শিক্ষা সার্বজনীন করতে হবে। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ দীর্ঘ প্রায় এক যুগ ধরে কোরআন সুন্নাহর মৌলিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে প্রায় সকল মুফাসসিরদের সমন্বয়ে বহুমুখী কর্মসূচী গ্রহণ করে চলছে। পরে সমগ্র দেশ থেকে আগত কাউন্সিলরদের গোপন ব্যালট ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন বর্ষিয়ান নেতা আলেম ওলামাদের ঐক্যের নেপথ্য কারিগর মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। সাধারণ সম্পাদক মনোনীত হন সময়ের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার নন্দিত মুফাসসির শাইখ জামালুদ্দিন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মোকামিয়ার পীর প্রিন্সিপাল মাহমুল হাসান ফেরদৌস, প্রিন্সিপাল ড.নজরুল ইসলাম আল মারুফ, ড.শহীদুল ইসলাম বারাকাতী ও মাওলানা এ কে এম আশরাফুল হক। ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ