Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে ড. রাশেদুল হাসানের যোগদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম

প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর-এর নিকট থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ভিসি হিসেবে যোগদান করেন। শিক্ষা, আর্থিক ব্যবস্থাপনা এবং সরকারি প্রশাসনের ক্ষেত্রে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। প্রফেসর রাশেদুল হাসান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে ভিসি হিসেবে নিয়োগের আগে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর রাশেদুল হাসান মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্ডিয়ান একাডেমিক রিসার্স এসোসিয়েশন আইএএআরএ-এর একজন সম্মানিত ফেলো এবং বাংলাদেশ শাখার সভাপতি।

উদ্ভাবনী, দক্ষ ও দূরদর্শী নেতা হিসেবে সুনামের পাশাপাশি একাডেমিক ও প্রশাসনে অধ্যাপক হাসানের শক্তিশালী কৃতিত্ব রয়েছে। তিনি ১৯৯১ সালে মাইডাস-এ প্রোগ্রাম অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনার সম্পাদকীয় বোর্ডে সদস্য হিসেবে কাজ করেন। তিনি মর্যাদাপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন এবং তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এবং ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ