Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাম রাইফেলসের গাড়ির বহরে হামলা, জওয়ান নিহত

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশে সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলের এক জওয়ান নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। ভারত-মায়ানমার সীমান্তে গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল চিরঞ্জিৎ কর্নর বলেন, রাজ্যের লনডিং জেলার ওয়াক্কা এলাকায় আসাম রাইফেল বাহিনীর ১৬ সদস্যের একটি দলের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৯ জন আহত হন। নিহতের নাম এবং এ হামলায় কারা জড়িত তা জানাতে পারেননি তিনি। তবে চিরঞ্জিৎ জানান, এ ঘটনার পর ওই এলাকায় চিরুনী অভিযান চালানো হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর এক খবরে বলা হয়, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের লাগোয়া মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের এক সেনা নিহত হয়েছেন। অরুণাচলের লনডিং জেলার খোসনা এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা।
হামলার স্থানটি ভারত-মিয়ানমার সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। ওই হামলায় আহত হয়েছেন আরো নয় সেনা। তবে হামলার পর নিহত সেনার নাম ও হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, ১৬ আসাম রাইফেল ব্যাটালিয়নের একটি গাড়িবহর লনডিং জেলা থেকে ওয়াকা সীমান্তে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই এক সেনা নিহত হন। তবে কারা এ হামলায় জড়িত, তা জানাতে পারেননি তিনি। এ ছাড়া ঘটনার প্রায় একদিন পরও এর দায় স্বীকার করেনি কেউ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ