Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিকিউরিটি গার্ড থেকে দেশের প্রেসিডেন্ট

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাম্বিয়ার ক্ষমতাধর স্বৈরশাসক আহয়া জামেহ’কে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ইউনাইটেড পার্টির নেতা আদামা ব্যারো। ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত সম্পদ ব্যবস্থাপনা নিয়ে লন্ডনে পড়াশোনা করেন তিনি। যুক্তরাজ্যে একটি সন্ত্রাসপ্রবণ এলাকাতে বাস করতেন তিনি। সে সময়ই তিনি লন্ডনের আরগোসে একজন সিকিউরিটি গার্ডের চাকরি করেন। এব্যাপারে তিনি বলেন, যুক্তরাজ্যের ওই সময়টাতে আমি কঠোর পরিশ্রম ও সময়ের মূল্য বুঝতে পেরেছি, যা আমাকে পরবর্তী জীবনে অনেক সাহায্য করেছে। উল্লেখ্য, জামেহ প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে নাম প্রত্যাহার করে নেয় জাম্বিয়া। তবে মি. ব্যারো বলেছেন, তিনি পেসিডেন্ট হলে, বহির্বিশ্বের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করবেন এবং কমনওয়েলথ, ওআইসি’তে পুনরায় যোগ দেবে জাম্বিয়া। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফির বন্ধু হিসেবে পরিচিত জামেহ ১৯৯৪ সালে সামরিক অভ্যুথানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। পর পর চারটি নির্বাচনে জয়ী হয়ে গাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২২ বছর ধরে ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন তিনি। যদিও সবগুলো নির্বাচনেই কারচুপির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে অনেকেই আশংকা করছেন এ পরাজয় এতো সহজে মেনে নেবেন না এই স্বৈরশাসক। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ