পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, ওরাল স্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে দেশটিতে পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার এক লাখ পিস ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, পাঁচ হাজার পিস মশারি, দুই হাজার পিস কম্বল ও দুই হাজার পিস তাঁবু বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।