Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইরানি ধনকুবেরের মৃত্যুদন্ড বহাল

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানি ধনকুবের বাবাক জানজানির বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদ-ের আদেশ বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। জালিয়াতি, অর্থ পাচারসহ আরো একাধিক অপরাধের কারণে এই আদেশ দেয় আদালত। আদালতের তত্ত্বাবধান এবং পরিদর্শন কর্তৃপক্ষের কর্মকর্তা গোলাম রেজা আনসারী এ তথ্য নিশ্চিত করেন। গোলাম রেজা আনসারী অভিযোগ করেন, সরকার জানজানির কাছ থেকে তেল বিক্রির যে অর্থ পাবে তার পরিমান ২.৭ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। বিচারিক কর্তৃপক্ষের বক্তব্য মতে, জানজানি তেল ও অন্যান্য জায়গা থেকে যে অর্থ নিয়েছেন, তা আর ফেরত দেননি। তবে গত আগস্টে তার কাছ থেকে ৬৪২ মিলিয়ন ডলার উদ্ধার করে তেহরানের পাবলিক প্রসিকিউটর অফিস। ব্যক্তিগত হিসেব অনুযায়ী, জানজাবি প্রায় ১০ বিলিয়ন ডলার অর্থের মালিক। পাশাপাশি তার রয়েছে সমপরিমাণ অর্থের ঋণও। আনসারি বলেন, জানজানি এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তিনি আরো বলেন, উচ্চ আদালত অন্য দুই অপরাধীর শাস্তি পুনর্বিবেচনা করার জন্য মামলাটি নিম্ন আদালতে পাঠাবেন। প্রসঙ্গ, তেল মন্ত্রণালয় এবং ইরানের জাতীয় তেল কোম্পানির (এনআইওসি) তেল বিক্রির টাকা না দেয়ার কারণে ২০১৩ সালের ডিসেম্বরে গ্রেফতার হন জানজানি। অভিযোগ প্রমাণিত হওয়ার প্রেক্ষিতে, মার্চ মাসে জানজানিসহ তার দুই সহযোগী হামিদ হেল্লা-ফারাবি ও মাহদী শামস-জাদিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ-ে দ-িত করে আদালত। প্রেসটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ